১। পানি সরবরাহ ও স্যানিটেশন খাতে বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত অধিদপ্তরীয় সেবা সমুহ।
ক) ভূ-পৃষ্ঠস্থ নিরাপদ পানির উৎস অনুসন্ধান, পানি সরবরাহের প্রযুক্তি নির্নয় ও ব্যবস্থাপনা। । খ)অগভীর নলকুপ,তারা নলকুপ,গভীর নলকুপ,রিংওয়েল স্থাপন ও পুনঃস্থাপন এবং সংস্কারের মাধ্যমে পানি সরবরাহ ব্যবস্থা।
|
গ) আর্সেনিকসহ খাবার পানির গুনাগুন পরীক্ষা,পরীবিক্ষন ও পর্যবেক্ষন।
|
ঘ) আপদকালীন(বন্যা,সাইক্লোন ইত্যাদি) সময়ে জরুরী ভিত্তিতে পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থ্যা নিশ্চিত করা।
|
ঙ) নলকুপ মেরামত সংরক্ষন বিষয়ে তত্ত্বাবধাযক প্রশিক্ষন প্রদান।
|
চ) জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর উৎপাদন কেন্দ্র সমুহে ভি/এস স্লাব রিং এবং ল্যাট্রিন উৎপাদন ও বিক্রয় ব্যবস্থা। নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার ও এনভারনমেন্টাল স্যানিটেশন সংক্রান্ত স্বাস্থ্যবিধি পালন সম্পর্কে জনগনকে উদ্বুদ্ধ করন। |
ছ) স্থানীয় সরকার,বেসরকারী উদ্যোক্তা, বেসরকারী সংস্থা এবং সিবিও সমুহেকে পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নে কারিগরী পরামর্শ ,তথ্য সরবরাহ ও প্রশিক্ষন প্রদান এবং আন্তঃবিভাগীয় সমন্বয়। |
জ) জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর উদযাপন (প্রতিবছর)। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS